আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংখ্যালঘু যুব ফেডারেশনের সেমিনার

Spread the love

*আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংখ্যালঘু যুব ফেডারেশনের সেমিনার*

নিজস্ব সংবাদদাতা দে গঙ্গা :-  সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দেগঙ্গার এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি নিজের মাতৃভাষার সম্মান বাঁচাতে প্রান দেওয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ বিশ্বজুড়ে বাংলা ভাষার আন্তর্জাতিক গৌরবে ভাষা শহীদদের অবদানের প্রশংসা করেন।

আলোচনা সভায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশকিছু কর্মসূচি গ্রহনের জন্য আগামী শনিবার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে উত্তর ২৪ পরগনা ও বসিরহাট জেলার সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ বাবর হোসেন, শিক্ষক আলি আকবর, শিক্ষক ফিরোজ আহমেদ, হাফেজ খলিলুর জামান, রজিদুল ইসলাম, আল আমিন সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.