ওয়েব ডেস্ক :নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়। বুধবার নন্দীগ্রাম-২ ব্লকের ভেটুরিয়া এলাকায় BJP প্রার্থীর কনভয় আটকে ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শেষ পর্যন্ত আসরে নেমে পরিস্থিতি সামাল দেন পুলিশ ও শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা। এদিন দুপুরে স্থানীয় একটি পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন
নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়। বুধবার নন্দীগ্রাম-২ ব্লকের ভেটুরিয়া এলাকায় BJP প্রার্থীর কনভয় আটকে ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শেষ পর্যন্ত আসরে নেমে পরিস্থিতি সামাল দেন পুলিশ ও শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা। এদিন দুপুরে স্থানীয় একটি পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।
মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম আসনে প্রার্থী হওয়ার জন্য চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু। এমনকী, ৫০ হাজার ভোটে হারানোর দাবিও করেছিলেন। কিন্তু মঙ্গলবার তাঁর গলায় শোনা গেল কিছুটা ভিন্ন সুর শোনা গিয়েছিল। মঙ্গলবার নন্দীগ্রামের বয়ালের কর্মিসভা থেকে নন্দীগ্রামের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্যই উনি নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন।