শুভেন্দু র বিজেপিতে যোগ-জল্পনা তুঙ্গে , সন্ধ্যেতেই মোহন ভাগবতের সঙ্গে দেখার সম্ভবনা

Spread the love

ওয়েব ডেস্ক :- শুভেন্দু অধিকারী  মন্ত্রী ছাড়ার পর এবার দেখা করতে চেয়েছেন মোহন ভাগবত এর সঙ্গে   ।  সূত্রের খবর, এদিন সন্ধ্যাতেই কলকাতা বিমানবন্দরে ভাগবতের সঙ্গে কথা হতে পারে শুভেন্দুর। রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণ মন্ত্রী নিজেই নাকি মোহন ভাগবতের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। কলকাতা থেকে এদিনই নাগপুরে ফিরে যাচ্ছেন ভাগবত। তার আগে দমদম বিমানবন্দরে কিছুক্ষণ থাকার কথা তাঁর। সেই সময়ই ভাগবতের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করতে চেয়েছেন বলে একটা মহলের দাবি।

এদিন সকালেই অবশ্য খবর ছড়িয়ে যায়, শনিবারই দিল্লি যাচ্ছেন শুভেন্দু। গন্তব্য বিজেপির সদর দফতর। যদিও সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল। এখনই তাঁর কোনও দিল্লি যাত্রার সূচি নেই বলেই জানানো হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রীকে পাঠানো পদত্যাগ পত্রে শুভেন্দু লিখেছেন, ‘আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি। দ্রুত এই ইস্তফাপত্র গ্রহণ করা হোক। এই চিঠি ই-মেল মারফত রাজ্যপালের কাছেও পাঠিয়েছি। রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে ধন্যবাদ। আমি খুবই ধন্য যে, রাজ্যের প্রশাসন ও রাজ্য আমাকে এই মন্ত্রিত্বপদে নিয়োগ করেছিল এবং আমি যথাসাধ্য নিজের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছি।’

যদিও তৃণমূল সাংসদ সৌগত রায়, যিনি কিনা একাধিকবার শুভেন্দুর সঙ্গে কথা বলে বরফ গলানোর চেষ্টা করেছিলেন, তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে চলেছি। শুভেন্দু এখনও দল ছাড়েননি। তাই আশাও শেষ হয়ে যায়নি। মন্ত্রিত্ব ছাড়াটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমি কিছু বলতে পারব না।’ শুভেন্দুর সঙ্গে কি আর কথা বলবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল বললে নিশ্চয় বলব। দলে থাকা পর্যন্ত আমরা হাল ছাড়ছি না।’ এমনকী শুভেন্দু বিজেপিতে যোগ দিতে দিল্লি যাচ্ছে না বলেই দাবি সৌগতর। সেইসঙ্গে মোহন ভাগবতের সঙ্গেও শুভেন্দুর সাক্ষাতের জল্পনাও উড়িয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.