অয়ন বাংলা নিউজ ডেস্ক:- ঘোষিত হল মাধ্যমিক পরীক্ষার ,পরীক্ষা নেবার দিন । ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত। অন্যান্য বছরের মত এবারেও প্রথম ভাষার পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর শেষ দিন, ২৭ ফেব্রুয়ারি হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। নীচে ২০২০-র মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সূচি দেওয়া হল-
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- প্রথম ভাষা
১৯ ফেব্রুয়ারি (বুধবার)- দ্বিতীয় ভাষা
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)- ভূগোল
২২ ফেব্রুয়ারি (শনিবার)- ইতিহাস
২৪ ফেব্রুয়ারি (সোমবার)- অঙ্ক
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- ভৌত বিজ্ঞান
২৬ ফেব্রুয়ারি (বুধবার)- জীবন বিজ্ঞান
২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)- ঐচ্ছিক বিষয় সাধারণত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গেই পরবর্তী পরীক্ষার সূচি প্রকাশিত হয়।
কিন্তু এবছর ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলেও ২০২০ সালের পরীক্ষার সূচি প্রকাশ করেনি মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার অবশেষে মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করল। উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিও শীঘ্রই প্রকাশিত হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। এই ভোটের বাজারে ও নির্দিষ্ট সময়ের আগেই ফল প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।