নিজস্ব সংবাদদতা,অয়ন বাংলা:-গোট বাংলা জুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা । বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের উদ্যেগে জলের বোতল ,গোলাপ ফুল ,কলম আবার কোথাও বা চকলেট দিয়ে পরীক্ষারর্থীদের শুভেচ্ছা জানানো হল । মুর্শিদাবাদ জেলার ও কান্দী এলাকার পুরন্দর পুর সহ বিভিন্ন এলাকায় এই ভাবে শুভেচ্ছা জানাল তৃণমুল কংগ্রেসের নেতা কর্মীরা ।
দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ছয়টি পরীক্ষাকেন্দ্রে 2474 জন ছাত্র ছাত্রী আজ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন কুশমন্ডি ব্লকে ।আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মহিপাল উচ্চ বিদ্যালয় ও কুশমন্ডি উচ্ছ বিদ্যালয় এবং নাইট উচ্ছ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের আসা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জলের বোতল ও কলম এবং চকলেট দেওয়া হলো এদিন ।এই বিষয়ে এক মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃনমূল ছাএ পরিষদ জলের বতোল ও কলম দেওয়া ধন্যবাদ জানায় পাশাপাশি জীবনের প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে আসে নারভাস ফিল্ট করছেন বলে জানালেন মাধ্যমিক পরীক্ষাথী। এই কুশমন্ডি ব্লক তৃণমূল ছাএ পরিষদের সভাপতি রিতিক জয়োদ্দার জানান দঃদিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদ সভাপতি অতনু রায় নিরদেশে আজ কুশমন্ডি ব্লকে প্রতিটি মাধ্যমিক পরিক্ষাকেন্দ্রে জলে বোতল ,কলম এবং চকলেট দেওয়া হয়ে পাশাপাশি তৃণমূল ছাএ পরিষদ শিক্ষা প্রগতি সামাজে বার্তা দিয়েছেন । এই প্রসঙ্গে কুশমন্ডি ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক আজিজ বাচ্চু জানান আজ মাধ্যমিক নব গত পরীক্ষার্থীদের জলের বোতল চকলেট দিয়ে উৎসহিত করলাম আগামীদিনে ছাত্র-ছাত্রীদের পাশে থাকবো বলে জানান।