ওয়েব ডেস্ক::-মাদ্রাসা বোর্ডেত আজ সোমবার থেকেই শুরু হচ্ছে ২০২০ সালের হাইমাদ্রাসা , আলিম এবং ফাজিল পরীক্ষা। অন্যান্য বছরের মতাে এবছরও পরীক্ষা শুরু হবে ১১:৪৫ মিনিটে এবং শেষ হবে বেলা ৩টায়। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার।
জানা গেছে, ২০১৭ সালের আগের পরীক্ষার্থীদের পুরনাে নিয়মেই পরীক্ষা হবে। সোমবার থেকে অনুষ্ঠিত এই পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা হবে ২৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে। এবছরও পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হচ্ছে। পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদেরও মােবাইল ব্যাবহার করতে দেওয়া হবে না। ছাত্রছাত্রীদের মােবাইলসহ পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে মাদ্রাসা পর্ষদের রেজিস্ট্রেশন পুরােপুরি বাতিল হবে বলেও জানান হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেবে পুলিশ প্রশাসন। সঙ্গে থাকবেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পর্যবেক্ষকরা। প্রশ্নপত্র ফাস রুখতে এমনই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড.আবু তাহের কামরুদ্দিন।
প্রশ্ন ফাঁস রুখতে খুব কঠোর ভাবে নিয়ম কানুন মেনে চলা হবে বলে জানান কর্তপক্ষ।