নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- কারিগরি শিক্ষা নিয়ে সদিচ্ছার মনোভাব দেখাল রাজ্য সরকার । লোকসভাতে ভরাডুবি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল থেকে আসন হাতছাড়া হয়েছে। ফলাফল হয়েছে খুবই খারাপ। যার জন্য মাঝে কিছুটা উষ্মাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগামী ২০২১ বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের দিকে আরও উন্নয়নের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই এদিন নবান্ন থেকে একটি জরুরি ঘোষণা করেছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর।
রাজ্যের মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলের জেলাগুলিতে আরো বেশি যুবক যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্যে কারিগরি শিক্ষা দফতর নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। মূলত জঙ্গলমহল অধ্যুষিত জেলাগুলিতে কারিগরি শিক্ষা গ্রহণের অর্থাৎ আইটিআই-এর ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা দফতর। এতদিন ন্যূনতম যোগ্যতা ছিল অষ্টম পাশ। কিন্তু পিছিয়ে পড়া এইসব জেলাগুলিতে পড়াশোনা করা এমনিতেই সমসস্যার। তার জন্যই রাজ্যের চারটি জেলার (পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া) ৮/১০ টি আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ন্যুনতম যোগ্যতা তুলে দেওয়া হচ্ছে বলে দফতর সূত্রে খবর।
এতে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী কারিগরি শিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এক্ষেত্রে আত্মসমর্পণ করা মাওবাদীরা ও তাদের পরিবারের সদস্যরাও যাতে এই শিক্ষা গ্রহণের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন পরিষেবা পেতে পারে ও চাকরি ক্ষেত্রে আবেদন করতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি এখন এইসব অঞ্চলের যে কেউ ( শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন) কারিগরি শিক্ষা দফতরের এক বছরের একটা কোর্স করে মূল কোর্সে ভর্তি হতে পারবে বলে জানিয়েছে দফতর।