মোতাহার হোসেন ,অয়ন বালা ,ফরাক্কা,মুর্শিদাবাদ:-
রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রকল্প “ঐক্যশ্রী” বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হল ফরাক্কা থানার নয়নসুখ পঞ্চায়েতের অধীন দ্বীপচন্দ্রপুর হাজারপুর জুনিয়র বেসিক স্কুলে বুধবার দুপুর দুটোয় ।উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশ জন অভিভাবক-অভিভাবিকা।বিদ্যালয়ের প্রধানশিক্ষক অলোককুমার দাস,সংখ্যালঘু বৃত্তি সংক্রান্ত নোডাল শিক্ষক মহম্মদ মোতাহার হোসেন উপ স্থিত অভিভাবকবৃন্দকে “ঐক্যশ্রী” প্রকল্পে আবেদনের নিয়মাবলী সম্পর্কে অবহিত করেন ।
প্রসঙ্গত উল্লেখ্য,উক্ত বিদ্যালয়ে পাঠরত প্রায় তিনশ ছাত্রছাত্রীর মধ্যে পচাঁশি শতাংশই দরিদ্র সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।স্বভাবতই প্রধানশিক্ষক অলোককুমার দাস অনলাইন আবেদনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করার প্রতিশ্রুতি দেন ।