লালগোলায় পুলিশের ব্যারিকেড ভাঙলো ছাত্রযুবরা
তুষার কান্তি খাঁ ,লালগোলা,২৯শে অক্টোবর :লাল গোলার চাকরি প্রার্থী আব্দুর রহমানের আত্মহত্যার প্রকৃত তদন্ত ও বিচার চেয়ে লালগোলায় পুলিশের ব্যারিকেড ভাঙলো ডি ওয়াই এফ আই ও এসএফআই।উপস্থিত ছিলেন আব্দুর রহমানের দাদা রমজান শেখ ও সেলিম হোসেন সহ জেলার ছাত্র ও যুবনেতৃবৃন্দ।কিছুদিন আগে চাকরি প্রার্থী আব্দুর রহমান চাকরির জন্য এক তৃণমূল নেতাকে ঘুষ দিয়েছিল।কিন্তু সে টাকা ও চাকরি কিছুই ফেরত না পাওয়ায় আত্মহত্যা করতে বাধ্য হয় বলে সুইসাইড নোটে উল্লেখ করে। এরই প্রতিবাদে আজ ছাত্রযুবরা লালগোলা থানা অভিযান করে।