নিলয় মন্ডল :- জঙ্গিপুর ফেরিঘাট নৌকায় করে এক ছাত্রী কলেজে যাচ্ছিলো তখনই এই চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। ওই ছাত্রী জঙ্গিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী চয়নিকা দাস। হঠাৎই ওই কলেজ ছাত্রী লক্ষ্য করে যে, তার কলেজ ব্যাগ থেকে টাকার ব্যাগ উধাও হয়ে যায়, এবং তৎক্ষণাৎ সে খোঁজাখুঁজি করতে শুরু করে ফলে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং একটি অন্য দৃশ্য দেখা গেল। ওই ছাত্রীর পার্শে থাকা এক যাত্রী বলেন যে নৌকা চালক নিজেই টাকার ব্যাগ চুরি করেছে। নৌকা চালক পুরোপুরি অস্বীকার করে। রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হলে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ ঘটনস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নৌকা চালককে জেরা করলেই স্বীকার করে এবং ওই ছাত্রীর টাকার ব্যাগ ফিরিয়ে দেয়। অবশেষে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।