একুশের নির্বাচনে ৭০-৮০ টি মুসলিম প্রার্থী করার দাবি জানিয়ে মমতা ব্যানার্জিকে চিঠি ত্বহা সিদ্দিকীর
নিউজ ডেস্ক : ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী মুখ্যমন্ত্রী দপ্তরে একান্ত সাক্ষাৎ করে ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নের বেশকিছু দাবি সহ রাজ্যের মুসলিমদের বিষয়ে বেশ কিছু দাবি তুলে ধরেন। তিনি একুশের বিধানসভা নির্বাচনে ৭০-৮০টা মুসলিম প্রার্থী করার আবেদন জানান।
ফুরফুরা শরীফে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানান। শিক্ষা ও চাকরিতে ওবিসি সংরক্ষণ বাস্তবায়নে একটি মনিটরিং কমিটি করার দাবি জানানো হয়। সমস্ত জট কাটিয়ে মাদ্রাসায় দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করার জন্য অনুরোধ করা হয়।
মাদ্রাসার সার্বিক সমস্যার সমাধান করার দাবি জানানো হয়।ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে মুসলিমদের সার্বিক কল্যাণে ব্যবহার করার অনুরোধ করা হয়। সংখ্যানুপাতে চাকরিতে মুসলিমদের সংরক্ষণের দাবি করা হয়। ইমাম-মুয়াজ্জিনদের নিজ নিজ ভূমি বাড়িসহ তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার দাবি জানানো হয়।