নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- মহম্মদ আরসাদ মাদানি এর আগে ১ অক্টোবর কলকাতায় দাঁড়িয়ে অমিত শাহর বক্তব্য ছিল, এই দেশে একজন হিন্দুকেও দেশ থেকে এনআরসি করে তাড়ানো হবে না৷ সেই সঙ্গে শাহর আশ্বাস, এনআরসি তালিকায় বাদ পড়া শুধুমাত্র হিন্দু বাঙালিদের নাগরিক সংশোধনী বিল (ক্যাব) এর মাধ্যমে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে৷
এখানেই তীব্র আপত্তি জানিয়েছে ভারতের মুসলিম সংগঠন জমিয়েত -এ- উলেমা হিন্দ৷ তারা মাদানিকে উদ্ধৃত করে সাফ জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অমিত শাহ নিজে সংবিধান মানছেন না৷ তাঁদের স্পষ্ট অভিযোগ,ভারতীয় সংবিধানের ১৪ ও ১৫ নম্বর ধারা অমান্য করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এই দুটি ধারা রাষ্ট্রসংঘ দ্বারা স্বীকৃত৷ এই দুই ধারায় নাগরিকের মৌলিক অধিকারের কথা উল্লিখিত আছে৷ যার মধ্যে আছে স্বাধীন ধর্মপালনের অধিকারও৷ মাদানি এ প্রসঙ্গে স্পষ্ট জানান, এইভাবে দেশকে বিশ্ব আঙিনায় লজ্জিত করার চক্রান্ত চলছে৷ সেই সঙ্গে দেশের ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর প্রকাশ্যে আক্রমণ করচে কেন্দ্রীয় সরকার৷ সেই সঙ্গে মাদানির প্রশ্ন ধর্ম নিরপেক্ষ ভারতে এমনভাবে মুসলিমদের নাগরিকপঞ্জির নামে বিতাড়ন কার কী সম্ভভব৷ তাঁর কথায়, এখনও হিন্দুস্থান হয়নি ভারত৷ অসমে নাগরিকপঞ্জি তালিকা থেকে ৬ লক্ষ মুসলিমের নাম বাদ পড়েছে৷ এদের সিংহভাগ বাঙালি৷
তবে মাদানির বক্তব্য অমিতের কথা অনুসারে শুধু অসম থেকেই নয় দেশজুড়ে নাগরিকপঞ্জিকে হাতিয়ার করে মুসলিমদেরই শুধুমাত্র দিনের পর দিন ডিটেনশন শিবিরে আটক করে রাখা হচ্ছে৷ ভবিষ্যতে আরো হবে এই কাজ বলে শঙ্কিত তিনি৷ মাদানির পাশপাশি দেশজুড়ে ইসলামিক বুদ্ধিজীবী সহ উলেমারাও অমিতের এমন মন্তব্যর কড়া সামালোচনা করেছেন৷এইভাবে দুটি জাতির মধ্যে শত্রুতা বাড়তে উস্কানি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ বলে স্পষ্ট অভিযোগ করলেন মওলানা মহম্মদ মাদানি৷