শাহীনবাগের আন্দোলনকে কলুষিত করার চেষ্টায় আপ
নিজস্ব প্রতিবেদক: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লির শাহীনবাগ এর আন্দোলন সারাদেশ তোলপাড় করেছিল। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে রাস্তায় বসেছিল হাজার হাজার মহিলা। যাকে অনুসরণ করে কলকাতা সহ দেশের অন্যান্য রাজ্যে ও একাধিক শাহীনবাগ বুঝিয়ে উঠেছিল। এবার সেই সহিনবাগের আন্দোলনকে কলুুষিত করার চেষ্টা করছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি।
আপের মুখপাত্র সৌরভ ভরদ্বাজ শাহীনবাগ এর এই আন্দোলন প্রসঙ্গে বলেন, এটা নাকি বিজেপির পরিকল্পিত আন্দোলন। বিজেপির শীর্ষ নেতারা নাকি এই আন্দোলনকে সাজিয়ে দিয়েছিলেন। আপ নেতার এই মন্তব্য নিয়ে গর্জে উঠেছে শাহবাগের আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, আপনি তার এই মন্তব্যের সঙ্গে বিজেপির যোগ সাজেশ থাকতে পারে। শাহীনবাগ এর আন্দোলনের তাৎপর্য ও উদ্দেশ্যকে নস্যাৎ করার জন্যই এটা একটা চক্রান্ত। যতই শক্ত হোক না কেন, কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার না করলে, করো না পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের আন্দোলনের রাস্তাকেই বেছে নেয়া হবে বলে জানিয়েছেন তারা।