গভীর রাতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনার কবলে মৃত ২
ওয়েব ডেস্ক বীরভূম : অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বুধবার গভীর রাতে। দুর্ঘটনাটি ঘটেবীরভূমের ইলামবাজারের এলাকায়। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর পাশাপাশি গুরুতর আহত আরও একজন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেনের গাড়ি বুধবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যাচ্ছে, সপরিবারে সায়গাল হোসেন এবং তার বন্ধু দুর্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এমন দুর্ঘটনা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সায়গাল হোসেনের আড়াই বছরের শিশু কন্যা এবং তাঁর বন্ধুর। সূত্রের খবর, মোট দুটি গাড়ি করে ফিরছিলেন তাঁরা। একটি গাড়িতে ছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেন, তার স্ত্রী এবং তাঁর বড় মেয়ে। অপর গাড়িতে ছিলেন সায়গাল হোসেনের বন্ধু মাধব কৈবর্ত, সায়গাল হোসেনের ছোট মেয়ে। এই দুটি গাড়ির মধ্যে সায়গাল হোসেনের ছোট মেয়ে যে গাড়িতে ছিলেন সেই গাড়িটি ইলামবাজার জঙ্গলের কাছে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ওই গাড়িটি। বিকট শব্দ শুনে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করতে শুরু করেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা সায়গাল হোসেনের মেয়ে এবং বন্ধু মাধব কৈবর্তকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোরগোল পড়ে যায়। মৃতদের দেহ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।