স্বামী হারিয়ে অসহায় কান্দির কুলসনের পরিবার সাহায্যের দাবী
জৈদুল সেখ, অয়ন বাংলা নিউজ ,কান্দি :- মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দা কুলসন বিবি তার দুই ছেলে এক মেয়েকে নিয়ে অসহায়, সাহায্যের জন্য পথ চেয়ে দিন কাটছে এই পরিবারের।
স্থানীয় মুসা সেখের কাছ থেকে জানা গেছে যে, গত তিন বছর আগে কুলসন বিবির স্বামী সাদের আলী মারা যায়! বর্তমানে দুই ছেলে এক মেয়েকে নিয়ে অসহায় দারিদ্রতার সঙ্গে লড়াই করে অভাবের সঙ্গে কোনো রকমে চললেও এখন অবস্থা আরও শোচনীয়! একটি ছোট্ট চালা ঘরে থাকেন কুলসনের পরিবার কিন্তু আশেপাশের বাড়ির যায়গা উঁচু হওয়ায় বৃষ্টির জল জমেছে কুলসনের বাড়ির আঙিনায় এমনকি ঘরে! যার ফলে ছেলে মেয়েকে নিয়ে নিজের ঘরে থাকতে না পেরে যায়গা হয়েছে পরের উঠনে!
এখন প্রশ্ন উঠেছে এমন অসহায় পরিবারে এখনো পর্যন্ত সরকারি ঘর অর্থাৎ আবাস যোজনার ঘরের ব্যবস্থা হয়নি কেন? স্থানীয় মেম্বার আনার কলি বিবি জানান ” ঘরের জন্য দু তিন বার কাগজ জমা দিলেও এখনো পর্যন্ত কুলসনের নামে ঘর আসেনি! আমাদেরও প্রশ্ন কেন আসেনি? তবে হ্যাঁ আপাতত কুলসনের পরিবারকে পঞ্চায়েতের পক্ষ থেকে সাতদিনের জন্য খাবারের ব্যবহৃত করা হয়েছে। ”
সরকার যখন দুয়ারে মানুষ তখন দুয়ার ছেড়ে বাঁচার তাগিদে হন্যে হয়ে পরের আঙিনায়! এখন দেখায় বিষয় সরকার এই পরিবারের মুখে হাঁসি ফোঁটাবে নাকি চোখের জলে জীবন কাটবে! এখন সেই উত্তরের অপেক্ষায়?