জাতীয় নাগরিকপঞ্জি বা এন আর সি আসলে একটি রাজনৈতিক খেলা,বললেন প্রাক্তন বিচারপতি

Spread the love

নিউজ ডেস্ক :-  জাতীয় নাগরিকপঞ্জি বা এনরসি আসলে একটি রাজনৈতিক খেলা। দেশের সমস্ত রাজনৈতিক দল এই খেলাটি খেলছে তাঁদের স্বার্থের কথা মাথায় রেখেই। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যম আয়োজিত সভায় এমন সুরেই কেন্দ্র’কে আক্রমণ করলেন প্রাক্তনপ্রধান বিচান পতি তথা রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈ।

তিনি আরও বলেন ‘বর্তমান সরকার তাঁদের স্বার্থেই এই বিলটি সংসদে পাশ করিয়েছে। কিন্তু এই বিলটি আমার রাজ্যে অসমের মানুষদের কাছে বড়ই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘

পাশাপাশি তিনি আরও বলেন, অসমে একটি বই রয়েছে ‘গেম কলড এনআরসি’ বলে। এটি প্রকৃতই একটি বড় খেলা রাজনীতিকদের মধ্যে।‘ একদল যখন বলছে শরণার্থীদের আমরা আশ্রয় দেব অন্যদল তখন শরণার্থীদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করছে।‘ অন্যদিকে প্রাক্তন বিচারপতির এনআরসি নিয়ে বক্তৃতাভ প্রসঙ্গে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলে, আসন্ন বিধান সভা নির্বাচনের পরেই
এনআরসি বাস্তবায়িত করা হবে।‘

এছাড়াও ‘আজকে আমরা ভয়ের পরিবেশের মধ্যে বেঁচে আছি’ বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তণ বিচারপতি। পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের তোলা অভিযোগেরও জবাব দেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে জাতীয়

উল্লেখ্য, ২০১৯ সালে জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি আইনে পরিনত করার অনুমোদন পেয়েছিল বিচারপতি রঞ্জন গগৈয়ের হাত দিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.