বিজেপির চার সাংসদ সহ ২১বিজেপি নেতা তৃণমূলে যাচ্ছেন এই খবরে চাঞ্চল্য

Spread the love

নিউজ ডেস্ক :- মুকুল রায়ের দলত্যাগ না নাটক এ নিয়ে চলছে জোর জল্পনা । এবার  বিজেপির  চার সাংসদ ও একুশ বিজেপি নেতা যোগ দিচ্ছেন তৃণমূলে এই খবর বিভিন্ন খবরে প্রকাশ । সত্য না গুজব সেটা সময়ইবলবে।  এবার    দক্ষিণ দিনাজপুরের বিজেপি নেতা বিপ্লব মিত্র তৃণমূলে চলে আসার পর রাজ্য রাজনীতিতে ব্যাপন গুঞ্জন শুরু হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নিয়ে। ইংরেজি সর্বভারতীয় নিউজ চ্যানেলে এ নিয়ে খবর প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বলা হয় ২১ জন বিজেপি নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন। আর সেই যোগদান হবে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে। এদের মধ্যে চারজন সংসদ, ১৬ জন কাউন্সিলর ও একজন বিধায়ক। টাইমস নাও এই খবর প্রচার করার পর নড়েচড়ে বসে বিজেপি নেতৃত্ব। ২০১৯ সালে যেসব তৃণমূল নেতা বিজেপিতে গেছিলেন তারা ঘর ওয়াপসি করছেন এই খবর এতটাই বিজেপিকে বিব্রত করে যে বাধ্য হয়ে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ময়দানে নামতে হয়। কৈলাস বিজয়বর্গীয় বলেন, পুরোটাই গুজব। তিনি এক সময় বলেছিলেন তৃনামুলের ১০০ জন বিধায়ক বিজেপির সঙ্গে জিগাযোগ রাখছেন। এখন বিজেপি নেতারা তৃণমূলে যাচ্ছেন খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। একই সুরে গুজব বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও।

সময়ই  শেষ  কথা বলবে। কিন্তু রাজ্য রাজনীতিতে একুুুুুশের বিধানসভা কে সামনে রেখে উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.