তৃণমলের অসুস্থ অথবা বৃদ্ধ কাউন্সিলরদের টিকিট নাও দিতে পারে দল, গুরুত্ব পাচ্ছেন যুবরা : সূত্র
পরিমল কমরকার (কলকাতা) : আসন্ন পুর নির্বাচনে তৃণমূলের অসুস্থ্ অথবা বৃদ্ধ কাউন্সিলরদের টিকিট নাও দিতে পারে দল, বিশ্বস্ত সূত্রের এমনই খবর। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন। আগেরবারের (২০১৫) তৃনমূলের জয়ী কাউন্সিলররা প্রায় সকলেই এবারেও টিকিট পাচ্ছেন, এছাড়া যুব নেতাদেরও গুরুত্ব দেওয়া হবে বলে খবর সংবাদ সূত্রের। তবে ৮০ বছরের উর্ধে এবং বেশ কিছু অসুস্থ কাউন্সিলরদের টিকিট না দিয়ে ওয়ার্ডের দক্ষ সংগঠকদেরই বেছে নিতে পারে দল, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত: গত ৯ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড এবং হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ডে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুর নির্বাচন। তবে এখনও বিজ্ঞপ্তি জারী করা হয়নি। সম্ভবত: আগামী ১৯ অথবা ২০ নভেম্বর তারিখের মধ্যেই বিজ্ঞপ্তি জারী করবে রাজ্যের নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে প্রার্থী তালিকা নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে বলে খবর। তবে তৃনমূলের টিকিটের চাহিদাই এখন তুঙ্গে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কলকাতার ১৪৪ টি ওয়ার্ড এবং হাওড়ার ৫০ টি ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ডে তৃনমূলের প্রার্থী হতে চাইছেন একাধিক ব্যক্তি। তবে যোগ্য ব্যক্তি ও দক্ষ সংগঠকদেরই প্রার্থী করবে দল তাতে কোনও সন্দেহ নেই বলেই সূত্রের খবর। তবে কে কোন ওয়ার্ডে প্রার্থী হবেন সেটা এই মুহূর্তে তৃনমূলের শীর্ষ নেতৃত্ব প্রকাশ করতে চাইছেন না। যার ফলে বিস্ময় একটা থেকেই যাচ্ছে। এছাড়াও অসুস্থ অথবা বৃদ্ধ কাউন্সিলরদের মধ্যে কে কে বাদ পড়তে পারেন, তা নিয়েও জল্পনা কল্পনা এখন তুঙ্গে।