এক ওভারে ছটা ছয় নয় ,একেবারে এক ওভারে সাতটি ছয়
ওয়েব ডেস্ক অয়ন বাংলা নিউজ:- ১ ওভারে ৬টা ছক্কা হাঁকিয়ে প্রথম বিশ্বকে চমকে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার গ্যারি সোবার্স। এরপর ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী ও যুবরাজ সিং সেই তালিকায় নাম লেখান। তাঁরাও ৬ বলে ৬টা ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন।
তবে ১ ওভারে ৭টি ছক্কার রেকর্ড ছিলনা। এবার সেটাও হয়ে গেল। যা করে দেখালেন ভারতের অন্যতম ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়।
বিজয় হাজারে ট্রফিতে গুজরাটের মোতেরা স্টেডিয়ামে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ মুখোমুখি হয়। ব্যাট করতে নেমে ঋতুরাজ প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন।
উত্তরপ্রদেশের স্পিনার শিবা সিং বল করতে এলে মহারাষ্ট্রের অন্যতম সেরা ব্যাটার ঋতুরাজ প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দেন। তারপর শিবা বল করেছেন আর ঋতুরাজ ছক্কা হাঁকিয়েছেন।
ওভারে ১টি বল নো বল করেন শিবা। সেই বলেও ঋতুরাজের ছক্কার হাত থেকে রেহাই পাননি তিনি। নো বল মিলিয়ে তাঁকে ওভারে ৭টি বল করতে হয়। সেই ৭টি বলেই ছক্কা হাঁকান ঋতুরাজ। ফলে তাঁর ব্যাট থেকে আসে ৪২ রান। ১টি নো বল হওয়ায় সেটির জন্যও ১ রান আসে। ১ ওভারে আসে ৪৩ রান।
ঋতুরাজের এই ১ ওভারে ৭টি ছক্কা একটি নতুন রেকর্ড তৈরি করল। ১ ওভারে ৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ঠিকই, তবে ১ ওভারে ৭টি ছক্কার রেকর্ড নতুন নজির গড়ল। লিখল নতুন ইতিহাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা