অভিষেকের বাবার করা মামলায় এবার বিপাকে শুভেন্দু অধিকারী

Spread the love

অভিষেকের বাবার করা মামলায় ফের বিপাকে শুভেন্দু অধিকারী

– সশরীরে হাজিরার নির্দেশ দিল আলিপুর আদালত

ওয়েব ডেস্ক:-   ফের বিপাকে পড়লেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানি মামলায় আগামী ১৯শে ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আলিপুর আদালত। একটি সভায় অমিতের সম্পত্তি নিয়ে শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিষেকের বাবা। সেই মামলার প্রথম শুনানি ছিল বৃহস্পতিবার। সশরীরে হাজিরা দিতে না চেয়ে আদালতে আবেদন করেন শুভেন্দু। কিন্তু আলিপুর আদালত সেই আবেদন খারিজ করে আগামী ১৯ ডিসেম্বর শুভেন্দুকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। সূত্রের খবর, এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন শুভেন্দু। গত ২০শে জুন সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু দাবি করেছিলেন, অমিত ১ হাজার কোটি টাকার মালিক। তাতেই আপত্তি অমিতের। তাঁর দাবি, শুভেন্দু অসত্য এবং মিথ্যা অভিযোগ করেছেন। অমিতের আরও দাবি, এর আগে তিনি তাঁর আইনজীবী মারফত শুভেন্দুকে ক্ষমা চাওয়ার কথা বলে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু সেই নোটিশ অগ্রাহ্য করেছেন শুভেন্দু।

এমতাবস্থায় শুভেন্দুর মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে সমাজে তাঁর মানহানি হয়েছে বলে জানিয়েছেন অমিত। তাঁর দাবি, তাঁর পরিবারের অনেকে রাজনীতিতে থাকলেও তিনি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। রাজনীতির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। শুভেন্দু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর মানহানি করেছেন, এই অভিযোগে তিনি আলিপুর মুখ্য বিচারবিভাগীয় আদালতে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার। সেখানে সশরীরে হাজিরা দিতে না চেয়ে আবেদন করেন শুভেন্দু। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত শুভেন্দুকে আগামী ১৯শে ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেয়। সূত্রের খবর, শুভেন্দু হাজিরা ঠেকাতে হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন। বৃহস্পতিবারই শুভেন্দু তাঁর কাঁথির বাড়ির সামনে তৃণমূলের অভিষেকের সভার বিরোধিতা করে হাই কোর্টে গিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, পরিবারের সদস্যদের হেনস্থার উদ্দেশেই শনিবার তাঁর বাড়ির (শান্তিকুঞ্জ) ১০০ মিটারের মধ্যে তৃণমূল সভা করছে। তাই তৃণমূলের সভার অনুমতি আদালত বাতিল করুক। কিন্তু আদালত গণতান্ত্রিক ব্যবস্থায় সভা আটকানো যায় না, জানিয়ে শুভেন্দুর আবেদন খারিজ করে দেন। শুভেন্দু বা তাঁর বাবা শিশিরের অনুমতি ছাড়া কেউ যাতে তাঁর বাসভবনে ঢুকতে না পারেন তা পুলিশকে নিশ্চিত করতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.