পাড়ায় পাড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ জীবন্তিতে
জৈদুল সেখ, অয়ন বাংলা, কান্দী :- উগ্র ভাটপাড়া, জীবন্তী বাজার গোঁসাইডোব এরিয়ায় সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশে কান্দি থানার স্থানীয় অফিসার সফিকুল ইসলাম কেন্দ্রীয় বাহিনী নিয়ে টহল
বিধানসভা নির্বাচনের শেষ দু দফা নির্বাচন কে সুষ্ঠ ভাবে করার এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করল।
আজ সকালে থেকেই কান্দীর জীবন্তির বিভিন্ন গ্রামে রুট মার্চ করেন।
তবে শুধু সরকারি খাতায় চিহ্নিত ‘স্পর্শকাতর এলাকা’য় গিয়ে চেনা ছকে রুট মার্চ নয়, মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে বিভিন্ন এলাকায় কার্যত জনসংযোগ অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর অফিসার এবং জওয়ানেরা। স্থানীয় পুলিশ অফিসার সফিকুল ইসলাম কে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলছেন তাঁরা।
কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে বেশী নজর দেওয়ার পাশাপাশি জীবন্তি বাজারে বেশ কয়েকটি রাস্তায় টহলের পাশাপাশি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার। প্রতি বছর ভোটের আগেই উত্তপ্ত হয়ে ওঠে যে সমস্ত এলাকা সেখানে প্রশাসনের প্রথম নজর দেখা যায়, স্থানীয় পুলিশের সাথেই এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। অলি গলিতে, বিভিন্ন এলাকায় চলে টহলদারি। কেন্দ্রীয় বাহিনীকে স্থানীয় পুলিস প্রশাসন কান্দী থানার পক্ষ থেকে সফিকুল ইসলাম এলাকা চেনানোর জন্য হাজির ছিলেন।