বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন ,চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন ,চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়ফের শোকের ছায়া রাজনৈতিক মহলে। প্রবীণ তৃণমূল নেতা এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।আজ রাত ৯:২২ নাগাদ পরলোকগমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।
গত সপ্তাহের সোমবার হৃদরোগজনিত অসুস্থতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। হৃদযন্ত্রে ব্লকেজ থাকায়, দিন কয়েক আগেই ধমনীতে বসানো হয় স্টেন্ট। কিন্তু তা সত্বেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
শরীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ সন্ধ্যে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এসএসকেএম হাসপাতালে যান সুব্রত মুখোপাধ্যায়ের খোঁজখবর নিতে। তার কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী নিজে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ করেন।