রাজ্যে নতুন মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯ জন মহিলা মন্ত্রী
পরিমল কর্মকার (কলকাতা) : রাজ্যে তৃণমূল সরকারের নতুন মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ৯ জন মহিলা বিধায়িকা স্থান পেলেন। যা কিনা নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মহিলাদের গুরুত্ব দিয়ে যথেষ্ট সংখ্যক মহিলাকে এই মন্ত্রীসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়….এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এই মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শশী পাঁজা। রত্না দে নাগ, চন্দ্রিমা ভট্টাচার্য্য, সন্ধ্যারানী টুডু, স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, বিরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডি পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। উল্লেখ্য, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য্য ও সন্ধ্যারানী টুডু গত মন্ত্রীসভারাও সদস্য ছিলেন।