এবার রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ভোট কুশলী প্রশান্ত কিশোর
নিউজ ডেস্ক: এবার কি রাজ্যসভায় তৃণমূলের এম পি ভোট কুশলী প্রশান্ত কিশোর ও যশবন্ত সিনহা চলছে জোর জল্পনা ভোট নিয়ে যা ভবিষ্যৎবাণী করেছিলেন তাই ফলেছে। বিপুল সংখ্যক আসন নিয়ে রাজ্যে ক্ষমতা দখল করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা ১০০ পার হয়নি।
এবার রাজ্য থেকে বড় পুরুষ্কার পেতে চলেছেন প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় যাচ্ছেন প্রশান্ত কিশোর। তৃণমূল সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে প্রশান্ত কিশোরকে এবার রাজ্যসভায় পাঠাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার নির্বাচনের সময় বারে বারেই তিনি জোরের সঙ্গে বলেছিলেন, বিজেপি পশ্চিমবঙ্গে দুই অঙ্কের সংখ্যা টপকাতে পারবে না। তৃণমূলই আবার রাজ্যে ক্ষমতায় আসবে। ভোটের ফলাফলে সে কথা অক্ষরে অক্ষরে ফলেছে। বিজেপিকে দুই সংখ্যায় বেঁধে রেখেছেন তিনি। বিজেপির আসন সংখ্যা ৭৭। এরপরেও তিনি আর রাজনৈতিক কৌশলীর পেশায় থাকবেন না বলে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানান। বিধানসভার নির্বাচন শেষ হয়। এবার রাজ্যসভার আসন নিয়ে চর্চা শুরু হয়েছে।
এই মুহূর্তে বাংলা থেকে একটি রাজ্যসভায় আসন খালি রয়েছে। দিনেশ ত্রিবেদী পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় এই আসনটি খালি হয়। অপরদিকে, দুটি আসন আরও খালি হতে চলেছে। বিবেক গুপ্তা ও মানস ভুইঞা রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছেন। আর এই শূন্য আসনে তৃণমূলের তরফে প্রশান্ত কিশোর এবং প্রাক্তন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
প্রশান্ত কিশোরের রাজনৈতিক কাজের ইতিহাস রয়েছে। তিনি এর আগে বিহারে নীতীশ কুমারের জেডিইউ’র সহ সভাপতি পদে ছিলেন। পাশাপাশি, তৃণমূলের তরুণ নেতা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও প্রশান্ত কিশোরের সুসম্পর্ক সুবিদিত। ফলে বিশাল কিছু পরিবর্তন না হলে প্রশান্ত কিশোরের রাজ্যসভায় যাওয়া একরকম নিশ্চিত তা বলাই যায়।