এবার মদ নিষিদ্ধের দাবি তুললেন বিজেপি নেত্রী উমা ভারতী বললেন ” না খেলে মানুষ মরবে না “

Spread the love

নিউজ ডেস্ক :- এবার শুভ বুদ্ধি র উদয় বিজেপি নেত্রী উমা ভারতী ।    দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যে নিষিদ্ধ হোক মদ । বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে এমনই আরজি জানালেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী । বৃহস্পতিবার পরপর আটটি টুইট করে এই আরজি জানিয়েছেন তিনি। সম্প্রতি মধ্যপ্রদেশে মদের দোকান বাড়ানোর কথা বলেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

 

সম্প্রতি মধ্যপ্রদেশে বিষমদের জেরে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। তবুও রাজ্যে মদের দোকান বাড়ানোর পক্ষেই সওয়াল করতে দেখা গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে। যদিও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি। সেই প্রসঙ্গও উঠে এসেছে উমার টুইটে। শিবরাজের ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি লেখেন, ”মধ্যপ্রদেশ সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্যে মদের দোকানের সংখ্যা বাড়াবে কিনা। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিবৃতি অত্যন্ত প্রশংসনীয়।”

পাশাপাশি উমার মতে, রাজ্যের প্রশাসনকে ব্যবহার করে বেশি মদের দোকান খোলা যেন মা হয়ে নিজের সন্তানকে বিষপান করানোর মতো ব্যাপার। লকডাউনের সময় মদ বিক্রিতে ব্যাঘাত ঘটায় বহু মানুষ মদ পাননি। সেপ্রসঙ্গ তুলে বর্ষীয়সী নেত্রীর মত, এর ফলে এটা প্রমাণিত হয়ে গিয়েছে, মানুষ করোনা ভাইরাসের সংক্রমণে মারা যেতে পারে। কিন্তু অ্যালকোহল না পাওয়ার কারণে কেউ মরে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.