নিউজ ডেস্ক:- আরও একমাসের জন্য লকডাউনের পথে হাঁটতে চলেছে দেশ। ৩০ জুন পর্যন্ত বাড়ানো হল লকডাউনের মেয়াদ। তবে এটা Containment Zone-এর জন্য কার্যকরী। অন্যদিকে, দেশের অন্য়ান্য প্রান্ত থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে লকডাউন। পর্যায়ক্রমে খুলবে স্কুল, কলেজ, অফিস, ধর্মীয় স্থান।
স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নতুন নির্দেশিকা জারি করে পঞ্চম দফা লকডাউনের বিস্তারিত জানানো হয়েছে। শুধুমাত্র Containment Zone-এ আগামী একমাস লকডাউন থাকবে। গতিবিধি সেখানে নিয়ন্ত্রিত হবে আগের মতোই। তবে তিন ধাপে দেশের অন্যান্য প্রান্ত থেকে উঠবে লকডাউন। মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, প্রথম ধাপে ৮ জুন থেকে সমস্ত ধর্মীয় স্থান, হোটেল, রেস্তরাঁ, শপিং মল খুলে যাবে।
দ্বিতীয় ধাপে স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলা হবে, তবে তা রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। খুলে যাবে কোচিং সেন্টারগুলিও।স্কুল খোলার জন্য প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নিতে হবে। এমনই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের।
তবে কিছু ক্ষেত্রে এখনও লকডাউন জারি থাকছে। এই পর্বে পুরোপুরি লকডাউন জারি থাকছে শুধুমাত্র কনটেনমেন্ট জোন গুলিতে। সেখানে বেশ কিছু নিয়ম এখনও জারি থাকছে। তবে অন্যান্য জায়গায় নিয়ম শিথিল হচ্ছে। ৮ জুন বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
নতুন গাইডলাইন অনুযায়ী, কনটেনমেন্ট জোনের বাইরে সব ধরনের কাজকর্ম চলবে, তবে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে। ৩০ জুন পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। এছাড়া, অর্থনীতির গতি ফেরানোর ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে এই পর্বে। এর আগের চারদফার লকডাউন পর্বে যেসব কাজকর্মে বিধি নিষেধ ছিল, এবার কনটেনমেন্ট জোনের বাইরে তার সবই চালু করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নিয়মের ভিত্তিতে সব কিছু চালু হবে। কয়েকটি দফায় ভাগ করে ধাপে ধাপে সব কিছু স্বাভাবিক করে তোলা হবে।
পরবর্তী ধাপে অর্থাৎ তৃতীয় পর্যায়ে খুলতে পারে পর্যটন স্থলগুলি, খুলবে সিনেমা হল, জিম, সুইমিং পুলও। মেট্রো রেল ও আন্তর্জাতিক উড়ান পরিষেবাও চালু হবে তৃতীয় পর্যায়ে। তবে অবশ্যই সেসময়কার পরিস্থিতি বিবেচনা করে, তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সবক্ষেত্রেই অবশ্য মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার-সহ সামাজিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক।