দিলদার আলী,অয়ন বাংলা দঃ দিনাজপুর:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন করা হয়ে কুশুমন্ডি থানা ও উই শ্যাল ওভার কাম সংগঠন উদ্যাগে এদিন কুশমন্ডি মহিপাল রোডে উই শ্যাল ওভার কাম উদ্যাগে বৃক্ষ রোপন করা এদিন উপস্তিত ছিলেন কুশমন্ডি ব্লকে বিধায়ক নর্মদা চন্দ্র রায় কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস, উই শ্যাল ওভার কাম সদস্য আমজাদ হোসেন , অনুরুদ্ধ কুন্ডু উই শ্যাল ওভার কাম সংগঠন সম্পাদক। পাশাপাশি কুশমন্ডি থানা আইসি মানবেন্দ্রনাথ সাহা উদ্যাগে কুশমন্ডি থানা চত্বরে কুশমন্ডি উচ্ছ বিদ্যালয়, 45 টি চারা বৃক্ষ রোপন করেন ,তিনি বলেন গাছ লাগান প্রান বাচান তাই আজ আমারা কুশমন্ডি থানা ও বিদ্যালয় গুলি চারা লাগালাম। এই প্রসঙ্গে কুশমন্ডি ব্লকে বিধায়ক নর্মদা চন্দ্র রায় জানান আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উই শ্যাল ওভার কামে উদ্যাগে বৃক্ষ রোপন করা হয়ে ও পত্যাক সাধারণ মানুষ গাছ লাগান ও পরিবেশ দূষণ করুন বলে জানান বিধায়ক।
এই প্রসঙ্গে উই শ্যাল ওভার কাম সংগঠন পক্ষ থেকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিন উৎযাপন করা হয়ে পাশাপাশি বিশ্বা পরিবেশ দিবস উপলক্ষে কবিতা পাঠ কারা হয়ে নতুন পৃথিবী
তুহিন শুভ্র মন্ডল
কেমন থাকবো আমরা?
আমরা কেমন থাকবো?
ভাল থাকবো তখনই
যখন প্রকৃতিকে ভাল রাখবো
শুধু তো আমরা নই প্রকৃতি মায়ের আরও কত সন্তান!
আছে তো তাদেরও
আছে গাছ মাছ পাখি প্রজাপতির
বেঁচে থাকার গান
এসো সবাই মিলে
নতুন ভাবি, নতুন কিছু করি
প্রকৃতি মায়ের কোলে বসে
নতুন পৃথিবী গড়ি…
কুশমন্ডির WE SHALL OVERCOME সংস্থা বিশ্ব পরিবেশ দিবস বৃক্ষরোপন করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়ে।