বেলডাঙায় বাবার হাতে খুন দুই সন্তান
নিজস্ব সংবাদদাতা ,বেলডাঙ্গা:- মুর্শিদাবাদ জেলা বেলডাঙা থানার অন্তর্গত মহুলা 2 নম্বর গ্রামপঞ্চায়েতের অধীনে পুলিন্দা গ্রামে বাবার হাতে খুন হলো দুই সন্তান। জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে দীর্ঘদিন ধরে আলেদা থাকতো খোদাবক্স শেখ এবং তার স্ত্রী, গতকাল অর্থাৎ বুধবারের দিন রাত্রে হঠাৎই খোদাবক্স শেখ এবং তার স্ত্রীর মধ্যে আবারও অশান্তি চরমে ওঠে আর সেই অশান্তির জেরে ঘুমন্ত অবস্থায় আলিম শেখ এবং রিনা খাতুন নামের নিজের দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করল খোদাবক্স শেখ নামের ওই ব্যক্তি। ঘটনার পর থেকে খোদাবক্স শেখ পলাতক, ঘটনার খবর বেলডাঙ্গা থানায় দেয়া হলে বেলডাঙা থানার পুলিশ মৃত আলিম শেখ এবং রিনা খাতুনের দেহ উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য, সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ প্রশাসন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেলডাঙা থানার অন্তর্গত পুলিন্দা গ্রামে। নিজের দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় সমালোচনার ঝড় সব মহলে এবং খোদাবক্স শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন খোদাবক্স শেখের স্ত্রী।