বেহালায় ১৪ নম্বর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় পাঁচিল ভেঙ্গে পড়ায় ২ জন গুরুতর জখম
পরিমল কর্মকার (কলকাতা) : শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টা নাগাদ বেহালায় ১৪ নম্বর বাস-স্ট্যান্ডের কম্পাউন্ডে বাসের ধাক্কায় একটি বড় পাঁচিল ভেঙ্গে পড়ে। পাঁচিলের ঠিক বাইরেই জনবহুল ডায়মন্ড হারবার রোড ও ফুটপাথ। অন্যান্য দিন এই ফুটপাথ দিয়ে অসংখ্য পথচারী যাতায়াত করেন। এইদিন পাঁচিল ভেঙ্গে পড়ার সময় ভাগ্যক্রমে এই ফুটপাথ দিয়ে বেশি লোক চলাফেরা করছিলেন না। তবুও এইসময় পাঁচিল ভেঙ্গে পড়ায় ২ জন পথচারী গুরুতর জখম হয়েছেন।
এলাকার মানুষের অভিযোগ, সিমেন্টের ভাগ কম দিয়ে সরকারি কন্ট্রাকটররা নিম্নমানের মেটিরিয়াল দিয়ে এইসব কাজগুলি করার ফলে এখন এলাকার মানুষের মাসুল গুনতে হচ্ছে। বাসস্ট্যান্ডে বাসগুলি আগে পিছু ঘোরাবার সময় এর আগেও বহুবার বাসের সামান্য ধাক্কায়় এধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ১১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বাস স্ট্যান্ডটি কিছুদিন আগেই সংস্কার করে নব-নির্মাণ করা হয়েছে। তা সত্ত্বেও পাঁচিল ভাঙ্গার ঘটনায় এলাকার মানুষ বিস্মিত।