ওয়েব ডেস্ক:-আবার লখনই পাওয়া গেল সোনার খনি। এর আগে দুটো সোনার খনি পাওয়া যায় লখনও তে। #লখনউ:উত্তরপ্রদেশের সোনভদ্র জেলা ৷ যা মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত ৷ সঙ্গে আরেকটা পরিচিতি আছে এই এলাকার ৷ সেটা হল এলাকার বাসিন্দাদের চরম দারিদ্রতার ছবিটি ৷ কিন্তু সেই দুঃখের দিন অবশেষে মিটতে চলেছে এলাকার মানুষদের ৷ কারণ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)-র আধিকারিকরা খুঁজে পেয়েছেন দুটি সোনার খনি সোনভদ্র জেলার সোন পাহাড়িতে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন সেখানে অন্তত ৩৫৫০ টন সোনা মজুত রয়েছে ৷
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সোনার সন্ধানে খনন কার্য চালানো হচ্ছিল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিভিন্ন এলাকায়। সম্প্রতি সেখানকার দুটি জায়গার মাটির তলায় প্রচুর সোনার সন্ধান পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার এবিষয়ে সোনভদ্র জেলার খনি সংক্রান্ত বিভাগের আধিকারিক কে কে রাই বলেন, ‘সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি এলাকায় দুটি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী, সোনাপাহাড়িতে ২ হাজার ৭০০ মিলিয়ন টন ও হারদি এলাকায় ৬৫০ মিলিয়ন সোনা রয়েছে।
নিঃসন্দেহ দেশের অথনীতি এবার চাঙ্গা হয়ে উঠবে ।