অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- এবার কি ভারতের একটি রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে বোরখা । জিগিরটা উঠেছিল শ্রীলঙ্কায় ভয়ঙ্কর জঙ্গি হামলার পর। বোরখার আড়ালে থেকে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়েছিল একজঙ্গি। বিষয়টি প্রকাশ্যে আসার পর শ্রীলঙ্কায় নিষিদ্ধ হয় বোরখা। একই পথে হেঁটে ভারতেও বোরখা নিষিদ্ধের দাবিতে সরব হয় একাধিক হিন্দু সংগঠন। পরে অবশ্য তবে তা নিয়ে খুব বিশেষ উচ্চবাচ্য না হলেও, নিশ্চুপে পদক্ষেপ নিয়ে নিল যোগী রাজ্য উত্তরপ্রদেশের এক কলেজ। ফিরোজাবাদে এসআরকে কলেজের তরফে রীতিমতো নোটিস জারি করে জানিয়ে দেওয়া হল, এখন থেকে ওই কলেজে কোনও মুসলিম যুবতী বোরখা পরে প্রবেশ করতে পারবে না।
শুধু নোটিশ জারি নয়, হাতে কলমে বোরখা পরিহিতাদের কলেজে ঢুকতেও বাধা দিতে শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। এক ছাত্রী জানিয়েছেন, বোরখা পরে আসার অপরাধে তাঁকে কলেজে ঢুকতেই দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের দাবি, বোরখা পরে কলেজে আসার নিয়ম নেই। কারণ, বোরখা কোনও শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক নয়। এই প্রসঙ্গে ওই কলেজের প্রিন্সিপালও জানান, কলেজে আসতে হলে আইডি কার্ড ও কলেজ ইউনিফর্ম পরেই কলেজে আসতে হবে। এটা পুরানো নিয়ম কিন্তু আগের কর্তৃপক্ষ সে নিয়ম না মানলেও আমরা কড়া ভাবে এই নিয়ম চালু করেছি।
বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় সংখ্যালঘু সংগঠন। এমনকি ওই কলেজের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে স্থানীয় জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন কিছু মানুষ। তবে জেলাশাসকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গোটা বিষয়টা কলেজের নিজস্ব ব্যাপার এখানে কোনওভাবেই আমরা হস্তক্ষেপ করতে পারি না।