৯০ বছরের বৃদ্ধাকে জোর করে পদ্মে ছাপ দিতে বাধ্য করলেন ভােটকর্মী!
নিউজ ডেস্ক :- সরাসরি এবার অভিযোগ ভোট কর্মী তথা নিবাচন কমিশনের বিরুদ্ধে ।
রাজনৈতিক দলের পােলিং এজেন্ট নয়, নির্বাচন কমিশন নিয়ােজিত প্রশাসনিক কর্তা সরাসরি রিগিং করল । এ বছর আশি বছর বয়সের বেশী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার নির্দেশ আছে।
এই সুযোগ কে কাজে লাগিয়ে করিমগঞ্জ শহরে ভােট কমীরা জোর করে পদ্মফূল চিহ্নে ভোট নিয়েছে বলে অভিযোগ দে ।
আসামের করিমগঞ্জ শহরের লক্ষী বাজার রোডের বাসিন্দা নব্ববই বছরের বৃদ্ধা নন্দিতা দাসকে জোর করে ভোট কর্মীরা পদ্ম ফলে ছাপ মেরে নিয়েছেন বলে তিনি সংবাদ মাধ্যমের কাছে তিনি এই অভযোগ করেন । তিনি আরো বলেন যে বাকি প্রার্থীদের প্রতীক চিহ্ন হাত দিয়ে ঢেকে পদ্মফল প্রতীকে ছাপ মারতে বাধ্য করেন বলে জানান ।
সাত আট জনের দল ঢুকে নার্সকে পাশের ঘরে যেতে বলে এমন কি মেয়ের কোন সাহায্য নিতেই দেন নি বলে নন্দিতা দাস নামের ঐ বৃদ্ধা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন ।
তিনি প্রচন্ড অসুস্থ ছিলেন ,শারীরিক ভাবে প্রচন্ড দুর্বল এমন কি করোনা আক্রান্তও হয়ে ছিলেন ।সে জন্য ভোট দেওয়ার জন্য মেয়ের সাহায্য ছেয়ে ছিলেন । কিন্তু সকাল এগারটা নাগাদ আট ন জনের একটা ভোট কমীদের একটা টিম এসে জোর করে পদ্ম ফুলে ভোট নিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেছেন ।
সৌজন্য :-যুগ শঙ্খ পত্রিকা