বাংলা গণমোর্চার ভার্চুয়াল সভা ভোট পরবর্তী হিংসা নিয়ে

Spread the love

নিউজ ডেস্ক :- বিকাল ৩টায় রাজ্যে ভোট পরবর্তী সহিংসতা বিষয়ে বাংলা গণমোর্চার পক্ষ থেকে এক ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ের সঞ্চালনায় ছিলেন বাংলা গণমোর্চার আহবায়ক এবং এসডিপিআই দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন মূলনিবাসী পার্টির সভাপতি এবং গণ মোর্চার চেয়ারম্যান আইপিএস নজরুল ইসলাম, ডিএনপি পার্টির সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা,.. সুজাপুরী ট্ট্যান্সফারড এরিয়া সম্পাদক এবং এনএপিএম এর জাতীয় কনভেনর পাসারুল আলম, হাম পার্টির সম্পাদক স্যামসুন হুদা, পুরুলিয়ার সিধূ কানহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিক নিজাম পারভেজ এবং বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান। প্রত্যেকেই তাদের আলোচনায় নির্বাচন ও তার পরবর্তী হিংসা গণতন্ত্রের পক্ষে লজ্জা বলে উল্লেখ করেন। রাজনৈতিক হিংসার পাশাপাশি বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর একটা প্রচেষ্টা চালাচ্ছেবলে সবাই উদ্বেগ প্রকাশ করেন। হিংসা মোকাবিলায় রাজ্যপালের ভূমিকা পক্ষপাতমূলক ও রাজনৈতিক দোষে দুষ্ট এবং যা কিনা রাজ্যপালের মহিমা ও গরিমাকে ক্ষুন্ন করে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। গণমোর্চার পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়- ১. নবগঠিত সরকার অবিলম্বে এই হিংসা বন্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুক । ২. সহিংসতা বন্ধ করার জন্য , দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট জেলাশাসককে ডেপুটেশন প্রদান করা হবে ৩. সাধ্যমতো উপদ্রুত এলাকায় সরজমিনে খোঁজখবর নেওয়া হবে ৪. সোস্যাল মিডিয়ায় যথাসম্ভব শান্তির আবেদন জানিয়ে প্রচার করা হবে ৫. সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচারকে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে দমনের দাবি জানানো হচ্ছে।

 

গণমোর্চার পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়-
১. নবগঠিত সরকার অবিলম্বে এই হিংসা বন্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুক ।
২. সহিংসতা বন্ধ করার জন্য , দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট জেলাশাসককে ডেপুটেশন প্রদান করা হবে।
৩. সাধ্যমতো উপদ্রুত এলাকায় সরজমিনে খোঁজখবর নেওয়া হবে।
৪. সোস্যাল মিডিয়ায় যথাসম্ভব শান্তির আবেদন জানিয়ে প্রচার করা হবে
৫. সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচারকে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে দমনের দাবি জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.