সিপিএম কংগ্রেসকে প্যাঁদানো এবং মাটির তলে কবর দেওয়ার হূমকী কি বললেন অধীর চৌধুরী
নিজস্ব সংবাদদাতা ,বহরমপুর:- সিপিএম কংগ্রেসকে প্যাদানো এবং মাটির তলে কবর দিয়ে গেড়ে দেয়ার হুমকি দিয়েছেন সামশেরগঞ্জের তৃণমূলের পূর্ত কর্মদক্ষ সাইদুল ইসলাম। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ বললেন কে কোথায় কার কবর খুরবে, আগামী দিন তার প্রমাণ হবে। তিনি বলেন গত পরশু শামসেরগঞ্জে গিয়েছিলাম হাজারে হাজারে মানুষ কংগ্রেস দলকে অভিনন্দন জানাচ্ছে কংগ্রেসকে সমর্থন করছেন। অধীর রঞ্জন চৌধুরী বললেন আমরা কবর খোঁড়া শ্মশান ঘাটের গল্প করি না আমরা মানুষের মনের সমর্থনে যুদ্ধের ময়দানে তাদের দোয়া আশীর্বাদ নিয়ে এগিয়ে যাই। অধীর বলেন একদিন মা মাটির সরকার বলতো মানুষের আশীর্বাদ শ্রেষ্ঠ কথা। আজকের তারা মানুষের দোয়া আশীর্বাদের কথা বলে না তারা বলেন আমাদের কাছে বোমা পিস্তল আছে মারবো ধরবো কবর দিব। সঙ্গে পুলিশ আছে সামলিয়ে নিবে। অধীর বলেন এই মুর্শিদাবাদের আগামী দিনে মুলাকাত হবে। অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে বললেন বাংলায় যত অপরাধ খুন রাহাজানি হচ্ছে সমস্তটাই মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে এইসব হচ্ছে কেউ কি ধরা পড়েছে? জিজ্ঞাসা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন এই বাজি কারখানা সম্পূর্ণ একটা দুর্নীতির রেকেট নিয়ে এই বাংলায় চলছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই। সৌগত রায়ের বক্তব্যকে নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বললেন তিনি একজন ফিজিক্স এর প্রফেসর তাকে দিয়ে তৃণমূল কথা বলাচ্ছে। অধীর বলে বাংলায় যখন এত দাহ্য পদার্থ জমে গিয়েছে, কি করে এত ধার্য পদার্থ জমলো সেটা তো দেখা দরকার। বীরভূমে বোমার ভান্ডারের কথা বাঘের মুখে শুনেছিলাম। পুলিশের সামনেই বলেছিলেন বোমা মারবো অধীর বলে ন বোমার কালচার দিদি তো এই বাংলায় শুরু করে দিয়েছেন এখন এ বিষয়ে যদি কেউ হাস্যকর যুক্তি দেখাতে থাকে, তাহলে আমি প্রথমেই বলবো এটি দুর্ভাগ্য। অধীর বলেন কোন বৈজ্ঞানিক এরকম কথা বলতে পারেন যে বাংলায় বোম বিস্ফোরণের জন্য গরম দায়ী যদি একথা সৌগত রায় বলেন তাহলে আমি বলব এ বিষয়ে থিসিস লেখে তার জমা দেয়া উচিত। তিনি আরো বলেন পৃথিবীর বিজ্ঞান জগতকে যে নতুন তথ্য আবিষ্কার করার মাধ্যমে তিনি জানালেন গরমের জন্য এই মসলা ফাটছে। অধীরের প্রশ্ন তাহলে কি গরম শুধু বাংলায় পড়ছে? বাইরে কোথাও গরম পড়ছে না, দিল্লিতে ৪৮ ডিগ্রী সেন্টিকেট তাপমাত্রা, সেখানে কেন তাহলে বোমা ফাটছে না প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরী র। শুধু বাংলায় বোমা ফাটছে সেই বোমা তৃণমূলের ঘরে ফাটছে কেন। তিনি প্রশ্ন তুললেন তৃণমূল ছাড়া অন্য যেখানে মানুষজন থাকে সেখানে কি ফ্রিজ থাকে না পুরো এসি তে ভরপুর যার ফলে সেখানে গরম থাকে না যত গরম তৃণমূলের ঘরে যত বোম বিস্ফোরণ তৃণমূলের ঘরে এর কারণ কি। তিনি বলেন গরমও কি ভাগ করে নিয়েছে যে আমি তৃণমূলের ঘরে যাব অন্য কারো ঘরে যাব না। সত্যিই আমরা কোথায় আছি, বলেন অধীর।