জয় শ্রীরাম না বলায় বালকের গায়ে গরম জলঅভিযুক্ত বিজেপি নেতা
সুখেন্দু আচার্য শাস্তিপুর, ১৯ এপ্রিল :- এ যে চুড়ান্ত অমানবিক জয় শ্রীরাম না বলায় ৯ বছরের এক বালকের গায়ে গরম জল ঢেলে দিল বিজেপি নেতা। চরম অমানবিক এই ঘটনার সাক্ষী নদিয়ার শাস্তিপুর। গুরুতর দগ্ধ ওই বালককে প্রথমে শান্তিপুর হাসপাতাল, পরে কল্যাণী হাসপাতালে পাঠানো হয়। কথাটি জানাজানি হতে গ্রামের মানুষ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশ এসে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম মহাদেব প্রামাণিক। সোমবার দুপুরে মহাদেব শর্মা নামে ওই বালক খেলাধুলা করে বাড়ি ফিরছিল। তখন রাস্তায় মহাদেব প্রামাণিক ছেলেটিকে ধরে বলে, ‘তুই জয় শ্রীরাম বল।’ ছেলেটি বলে, “তুমি খেলা হবে বল।’ আসলে খেলা হবে কথা শুনে শুনে এই কথায় অভ্যস্ত হয়ে উঠেছিল ছেলেটি। খেলা হবে কথা শুনেই চটে যায় বিজেপি নেতা মহাদেব। ছেলেটিকে বেধড়ক মারধর করে। সে দৌড়ে রাস্তার ধারে একটি
বাড়িতে ঢুকে যায়। সেই বাড়ি থেকে ছেলেটিকে টেনে বের করে আনে মহাদেব প্রামাণিক। তারপর তাকে টানতে টানতে একটি ঘরে নিয়ে। গিয়ে গায়ে গরম জল ঢেলে দেয়। ছেলেটির চিৎকারে আশপাশের মানুষ দৌড়ে আসে। ছেলেটি তখন মাটিতে লুটিয়ে কাঁদছে। গুরুতর দগ্ধ অবস্থায় ছেলেটিকে নিয়ে স্থানীয়রা শাস্তিপুর হাসপাতালে ভর্তি করে। ততক্ষণে বিষয়টি পাড়ায় পাড়ায় সবাই জেনে যায়। তারা ক্ষিপ্ত হয়ে মহাদেব প্রামাণিককে গ্রেপ্তারের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।
ক্ষিপ্ত পাড়া প্রতিবেশীদের বক্তব্য, ‘ছেলেটির মা নেই। বাবা শ্যাম শৰ্মা অসুস্থ। ফলে মহাদেব শর্মা পাড়ার লোকেদের কাছে চেয়ে চিন্তে খেয়ে মানুষ। পাড়ার সবাই তাকে ভালবাসে। সেই ছেলের গায়ে বিজেপি নেতার এই অমানবিক ব্যবহার তাঁরা কিছুতেই মানবেন না। পুলিশ মহাদেব প্রামাণিকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাঁরা আরও বড় আন্দোলন করবেন। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। বিষয়টি নিয়ে মহাদেব
প্রামাণিকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।