কোথায় লকডাউন আক্রান্ত ৪০০০, সেই মধ্যপ্রদেশেই সাধুসঙ্গ ঘিরে হাজার মানুষের ভিড
নিউজ ডেস্ক .অয়ন বাংলা :- দিল্লির নিজামুদ্দিন কান্ড গোটা দেশে জলঘোলা হল .সেই ঘোলা জলে অনেক রাজনৈতিক দল মাছ ধরল। এবার মধ্য প্রদেশে সধুরা জল ঘোলা করল । শুরু হয়েছে আবার রসজনৈতিক তরজা। যত দিন যাচ্ছে করোনা তার আসল রুপ বের করছে.গোটা দেশে বেড়ে চলেছে,করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন । কিন্তু মানুষের সচেতনতা কোথায়।
এবার ঘটনা ঘটল বিজেপি শাসিত মধ্য প্রদেশে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ ঘিরে রয়েছেন প্রমনসাগর জৈন সাধুদের। বহু মানুষের মুখে মাস্ক পর্যন্ত নেই। গোটা ঘটনায় হতবাক নেটিজেন থেকে সাধারণ মানুষ।
এই রাজ্যে আক্রান্ত হয়েছেন চার হাজারের মতো মানুষ। আর সেখানেই কিনা ভয়ংকর দৃশ্য!
জৈন সাধুদের ঘিরে মাস্ক, সোশ্যাল ডিস্ট্যান্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার-হাজার মানুষ।
চাপে পড়ে অবশ্য তদন্তের নির্দেশ দিয়েছেন সাগর জেলার পুলিশ আধিকারিক প্রবীন ভুরিয়
মহারাষ্ট্রের পর দেশের মধ্যে মধ্যপ্রদেশেই করোনার সবথেকে প্রকোপ শুরু হয়েছে। এই রাজ্যে আক্রান্ত হয়েছেন চার হাজারের মতো মানুষ। আর সেখানেই কিনা ভয়ংকর দৃশ্য! জৈন সাধুদের ঘিরে মাস্ক, সোশ্যাল ডিস্ট্যান্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার-হাজার মানুষ। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য। অবাক হয়ে পড়েছেন অনেকেই।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ ঘিরে রয়েছেন প্রমনসাগর জৈন সাধুদের। বহু মানুষের মুখে মাস্ক পর্যন্ত নেই। গোটা ঘটনায় হতবাক নেটিজেন থেকে সাধারণ মানুষ।
চাপে পড়ে অবশ্য তদন্তের নির্দেশ দিয়েছেন সাগর জেলার পুলিশ আধিকারিক প্রবীন ভুরিয়া। তিনি জানান, ‘যারা লকডাউনের নিয়ম উপেক্ষা করে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা ১৪৪ ধারা লঙ্ঘনের সমান দোষ করেছেন। অপরাধীদের খুঁজে বের করা হবে।’ কিন্তু স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, এত মানুষের জমায়েতের কি কোনও খবর প্রশাসনের কাছে ছিল না? তাঁরা যখন জড়ো হচ্ছেন, তখনই বা কেন বাধা দেওয়া হল না?
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে রাজ্যে কৃষি, শিল্প, গণপরিবহনের কিছু বিষয়ে ছাড় দেওয়ার অনুরোধ করেছেন। যা নিয়েও অনেকের প্রশ্ন, লকডাউনের মধ্যেই যদি মধ্যপ্রদেশের এই দৃশ্য হয়, কী লকডাউন শিথিল হলে কী দেখা যাবে? বাংলার লকডাউন নিয়ে বারাবার প্রশ্ন তোলা মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কেও নিশানা করেছেন অনেকে। নিজের রাজ্যের এই পরিস্থিতি নিয়ে কৈলাস কোনও প্রতিক্রিয়া। মানুষ আর কবে সচেতন হবে। নিজের ভাল মন্দ বুঝবে।