হাতের মধ্যে পদ্ম এই পোস্টার নিয়ে ডোমকলে রাজনৈতিক চাপান উতর

Spread the love

মামুন আব্দুল কায়েম ● ডোমকল:-জাতীয় কংগ্রেসের হাত চিহ্নের মধ্যে আঁকা রয়েছে বিজেপির পদ্মফুল। উপরে লেখা— “খবর এটাই তলে তলে অধীর এখন পদ্মের দলে।’’ শুক্রবার সকালে ডোমকলের ভাতশালার অলিতে গলিতে এমন পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নজরে পড়তেই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডোমকল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ডোমকল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি রবিউল ইসলাম বলেন, “কংগ্রেসকে দুর্বল করতে এই জঘন্য কাজ করেছে। ইতিমধ্যে আমরা থানায় এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। ডোমকলের মানুষও এর জবাব দেবেন। তাঁর দাবি, জাতীয় কংগ্রেস কখনও বিজেপিকে প্রশ্রয় দেয়নি, আগামীতেও দেবে না।

গত লোকসভা নির্বাচনে সময় শাসকদল অধীর চৌধুরীকে বিজেপি ইস্যুতে লাগাতার আক্রমণ করে গিয়েছে। তাঁদের অভিযোগ ছিল, অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। সেই কারণে বহরমপুর কেন্দ্রে বিজেপি দুর্বল প্রার্থী দিয়েছে।

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “লোকসভা নির্বাচনের আগেও অধীর চৌধুরীকে বিজেপি বানানোর চেষ্টা করেছিল তৃণমূলের নেতারা। কিন্তু বাংলার মানুষ দেখেছেন তাঁদের অনেকেই এখন পদ্মতলে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে লাইনে রয়েছেন। বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য শাসকদল এ কাজ করেছে। মানুষ এর জবাব দেবে।’’

বিজেপি নেতা শাখারভ সরকার বলেন, “এটা তৃণমূলের কারসাজি। লোকসভা নির্বাচনের আগেও তৃণমূল এরকম করেছিল। তাতে কোনও লাভ হয়নি। এ বারেও তারা একই কাজ করেছে।’’

তবে অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, “আমাদের দলের লোকজনের কী কাজ নেই যে এ সব করে বেড়াবে। এর সঙ্গে আমাদের কেউ যুক্ত নেই। কংগ্রেস আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।’’

সৌজন্য :- সাদা কালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.