বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে স্বাধীনতা দিবস পালনে যুবরা
পরিমল কর্মকার (কলকাতা) : ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ১৫ আগস্ট সকাল থেকেই বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়। সোমনাথ ব্যানার্জীর (বাবন) উদ্যোগে ও স্থানীয় কাউন্সিলর রূপক গাঙ্গুলীর নেতৃত্বে ওয়ার্ডের একাধিক ক্লাব এবং বিভিন্ন এলাকায় পতাকা উত্তোলন করা হয়। এইসব অনুষ্ঠানে তরুণ ও যুবদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত: ১২১ নম্বর ওয়ার্ডে দীপক স্মৃতি সংঘ, শান্তি সংঘ ক্লাব, ৩ এর পল্লী ক্লাব, সিরিটি শুকতারা সংঘ, মুচিপাড়া ক্লাব, মুচিপাড়া ট্যাক্সি স্ট্যান্ড, মাইতি পাড়া সহ এলাকার বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করেন রূপক গাঙ্গুলী ও সোমনাথ ব্যানার্জী (বাবন)। এদিন স্বাধীনতা দিবস পালন উৎসবে এলাকার যুব কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ঠ মানুষেরা।