সুরজিৎ দে ,অয়ন বাংলা নিউজ :- মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার উদ্যোগে সেফ হোম করা হলো আজিমগঞ্জ পৌর স্বাস্থ্যকেন্দ্রে। অতি মারি করোনা ভাইরাসের মতো এক মারণ রোগের ভয় যখন সব জায়গাতে ছড়িয়ে রয়েছে তখন মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে হসপিটাল নার্সিং হোম গুলোতে বেড এর সমস্যা,, অক্সিজেনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। বিশেষ করে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে এই সমস্যা গুলোর সম্মুখীন হতে হয়। তার জন্যই জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষ এবং মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় সেফ হোম এর ব্যবস্থা করা হলো আজিমগঞ্জ পৌর স্বাস্থ্য কেন্দ্রে। এই সেফ হোম এর মধ্যে রয়েছে কুড়ি টি বেড,, সঙ্গে রয়েছে অক্সিজেন সিলিন্ডার,, খাবার,, ঔষধ,, পিপি কিট এবং সব সময়ের জন্য থাকবে চিকিৎসার ব্যবস্থা বিশিষ্ট ডাক্তার দিয়ে। আজ এই সেফ হোম এর শুভ উদ্বোধন করলেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষ এবং মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির বিশিষ্ট ব্যক্তি অনিল চুরুলিয়া,,সুনীল চুরুলিয়া,, প্রদীপ পান্ডে,, ডাক্তার তাজদার আহমেদ। পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষ বলেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ মানুষের পাশে এখনো আছি এবং সর্বদায় থাকবো তাদের যেন কোনো রকম কোনো অসুবিধার সম্মুখিন না হতে হয় তার দিক থেকে যথাসাধ্য কাজ করার চেষ্টা করে যাবো।