ATM কার্ডের সুরক্ষায় গ্রাহকদের উদ্দেশ্যে নয়া পরামর্শ SBI-এর। সম্প্রতি ট্যুইট করে এই বিষয়ে ৯ দফা টিপস দিয়েছে তারা। এক ঝলকে দেখে নেওয়া যাক বিষয়টি।
নিউজ ডেস্ক :- আপনি কি এটিএম থেকে টাকা তোলেন ,এখন গোটা দেশে চলছে এটিএম জালিয়াতির রমরমা কার বার তাই সর্তক থাকুন । ব্যাংক জালিয়াতির নতুন পন্থা সম্পর্কে ভারতীয় স্টেট ব্যাংক (SBI) গ্রাহকদের মাঝেমধ্যেই সতর্ক করে। এই বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ করে তারা। এর মধ্যে অন্যতম হল সোশ্যাল মিডিয়ায় নিরন্তর প্রচার অভিযান চালানো। ATM কার্ড এবং PIN-এর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাহকদের উদ্দেশ্যে ৯টি পরামর্শ দিয়েছে দেশের বৃহত্তম এই ব্যাংকিং প্রতিষ্ঠানটি।
অতি সম্প্রতি SBI-এর তরফে একটি ট্যুইট করা হয়। যেখানে লেখা হয়েছে, ‘আপনার ATM কার্ড এবং PIN খুবই গুরুত্বপূর্ণ। আপনার অর্থ নিরাপদ ও সুরক্ষিত রাখার কয়েকটি টিপস রইল।’ গ্রাহকদের উদ্দেশ্যে কী কী পরামর্শ দেওয়া হয়েছে?
১) ATM বা POS মেশিনে ATM কার্ড ব্যবহারের সময় হাত দিয়ে কি প্যাড আড়াল করে রাখুন।
২) কার্ডের তথ্য বা PIN কখনই কারোর সঙ্গে শেয়ার করবেন না।
৩) কার্ডে কখনই PIN লিখে রাখবেন না।
৪) কার্ডের তথ্য PIN জানতে চেয়ে কোনও টেক্সট মেসেজ, ইমেইল বা ফোন কল এলে একেবারেই গুরুত্ব দেবেন না।
৫) জন্মতারিখ, ফোন নম্বর না অ্য়াকাউন্ট নম্বর থেকে কোনও নম্বর PIN হিসেবে ব্যবহার করবেন না।
৬) লেনদেনের কাগজ নষ্ট করে ফেলুন অথবা নিজের কাছে রাখুন।
৭) গোপন কোনও ক্যামেরা আছে কি না, লেনদেনের আগে ভালো করে দেখে নিন।
৮) ATM বা POS মেশিন ব্যবহারের আগে জালিয়াতির কোনও আভাস পেলেই এড়িয়ে চলুন। অনেক সময় অপরাধীরা ATM বা POS মেশিনের কি প্যাডে কারসাজি করে রাখে।
৯) লেনদেনের অ্যালার্ট নিয়মিত পেতে সুবিধাগুলি গ্রহণ করা।
অনলাইন এবং ATM-এর পাশাপাশি ব্যাংকের টোল-ফ্রি নম্বরের কাছাকাছি মোবাইল নম্বর ব্যবহার করে ব্যাংকে জালিয়াতির নতুন এক পন্থা সম্প্রতি সামনে এসেছে। যা নিয়ে দেশবাসীকে সতর্ক করে দিয়েছে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ। পরে ওই সতর্কবার্তাটি জনসাধারণের জ্ঞাতার্থে নিজেদের ওয়েবসাইটে আপলোড করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও।
নিজেসতর্ক থাকুন অপরকে সতর্ক করুন দিকে দিকে এই লেখা টি শেয়ার করুন
সৌজন্য :- এই সময় পত্রিকা