- পার্থ বিশ্বাস,অয়ন বাংলা, কল্যাণপুর ত্রিপুরা:- সোমবার খোয়াই জেলা ভিত্তিক যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে। মঙ্গোল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলাভিত্তিক যোগব্যায়াম প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ; কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দেব রায় এবং কল্যাণপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারপারসন তথা প্রাক্তন শিক্ষক কানাই শীল। ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক খোয়াই জেলা দপ্তরের এসিস্ট্যান্ট ডিরেক্টর প্রিয়দর্শী চাকমা। অনুষ্ঠানের কনভেনার হিসেবে ছিলেন শারীরিক শিক্ষিকা অনিতা দেবনাথ। খোয়াই জেলার দুটি মহকুমা খোয়াই এবং তেলিয়ামুড়া মহুকুমা থেকে মোট 40 জন প্রতিযোগী প্রতিযোগিনী যোগব্যায়ামে অংশ নেন।যাদের মধ্যে বাছাই করে যোগব্যায়াম শেষ করার পরে মোট 18 জন কে পুরস্কৃত করা হবে যুব ক্রীড়া দপ্তর থেকে। পুরস্কার হিসেবে দেয়া হবে যোগ ব্যায়াম করার জন্য ম্যাট্রেস।বিচারক হিসাবে খোয়াই কল্যাণপুর এবং তেলিয়ামুড়া 3 জন শিক্ষক নিযুক্ত হয়েছেন।ছোট ছোট ছেলেমেয়েদের তাক লাগানো যোগ ব্যায়াম যা প্রত্যেকেরই নজর কাড়লো। তিনটি বিভাগে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নেয়।অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি বিধায়ক পিনাকি দাস চৌধুরী ভাষণ রাখতে গিয়ে বলেন শরীরচর্চা করলে প্রত্যেকের শরীর ভালো থাকবে।আমরা দেখতাম ছোট অবস্থায় মানুষ যেভাবে বা খেলাধুলায় অংশ গ্রহণ করত এখন সেই পরিমাণে মানুষ খেলাধুলায় অংশগ্রহণ করছে না। প্রতিদিন যোগ ব্যায়াম করলে বিভিন্ন রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বর্তমান সময়ে মানুষের মধ্যে অনেক রোগ বাসা বেঁধে আছে তার থেকে একমাত্র উত্তরণের পথ এই যোগব্যায়াম। এই যোগ ব্যায়ামের উপর সমাজের প্রত্যেক অংশের মানুষকে বেশি করে মনোনিবেশ করতে হবে। তবেই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।পাশাপাশি তিনি এও বলেন আগামী কয়েকদিনের ভিতরে কল্যাণপুরে রাজ্যভিত্তিক যোগ ব্যায়ামের আসর হতে চলছে।বর্তমান সময়ে এই যোগ ব্যায়ামের উপর মানুষের মনোনিবেশ কম যে কারণে মানুষ বেশি করে রোগে আক্রান্ত হচ্ছেন।