ওয়েব ডেস্ক :- বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বাড়ি থেকে নবান্ন গেলেন ব্যাটারি চালিত ই-স্কুটারে
মমতা ব্যানার্জির কথায়, কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল ও এলপিজি-র লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ নাগরিককে ফেলে দিয়েছে ভয়াবহ সংকটে। পেট্রোপণ্যের এই আকাশছোঁয়া মূল্যের ফলে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষ প্রভূত সমস্যায় পড়েছে। কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির কড়া নিন্দা জানাই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলন আগামী দিনে আরও জোরালো হবে। আজ প্রতিবাদ স্বরূপ বাড়ি থেকে নবান্ন পর্যন্ত ব্যাটারি চালিত ই-স্কুটারে সওয়ার হলাম, ফেরার পথেও একই পন্থা অবলম্বন করব। এই অভাবনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমি দলমত নির্বিশেষে সবাইকে পথে নামার আবেদন জানাই।
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদে সকালে ই-স্কুটারে চেপে নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইলেক্ট্রিক স্কুটারের চালক রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম। আর তাতে সওয়ার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। দুজনেরই গলায় ঝোলানো পোস্টার। সেই পোস্টারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। তখন কে জানত, সেই মুখ্যমন্ত্রী বিকেলে ই-স্কুটার চালিয়ে নিজেই নবান্ন থেকে বাড়ি ফিরবেন! তবে ছকভাঙা পথেই বরাবর হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তাই করলেন। এর আগে তাঁকে কখনও দুচাকা চালাতে কেউ হয়তো দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় দুচাকা চালানোয় অভ্যস্তও নন। কিন্তু সেই তিনিই হয়তো মনে মনে ভেবেছেন, শিখে নিলে দোষ কোথায়!