নিউজ ডেস্ক:- আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন কাটবে ,কি জানাল আলিপুর আবহাওয়া দপ্তর-
★ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার থেকে শনিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা।
★উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা তে। দু’এক জায়গায় শিলা বৃষ্টিও হতে পারে।
★দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা 42 ডিগ্রির কাছাকাছি থাকবে এই জেলাগুলিতে।