আলোচনার মধ্য দিয়ে নববর্ষ উদযাপনে বাংলা রিপোর্টার্স গিল্ড
নিজস্ব প্রতিনিধি (কলকাতা) : অক্ষয় তৃতীয়া মঙ্গলবার, কিন্তু সোমবার (২ মে) প্রাক অক্ষয় তৃতীয়া উপলক্ষে “মিষ্টিমুখ” ও নানা আলোচনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলো বাংলা রিপোর্টার্স গিল্ড। এই সাংবাদিক সংগঠনের বেশ কিছু সদস্যের উপস্থিতিতে নানা আলোচনার মধ্য দিয়ে এদিন নববর্ষ উদযাপিত হয়।
সংগঠনের সহ সভাপতি সঞ্জয় চক্রবর্তী বলেন, চা-মিষ্টি উপলক্ষ মাত্র। উৎসব উদযাপনের মূল কথা হলো — কোনো এক উপলক্ষে সকলে মিলে একত্রিত হয়ে নিজেদের মধ্যে সুন্দর এক সমন্বয় গড়ে তোলা। আর সেটা উৎসবের মধ্য দিয়েই সম্ভব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় — সংগঠনের কিছু কিছু পদাধিকারী ব্যাক্তিরা নানা কাজের অছিলায় মিটিং এড়িয়ে যান। আগামীদিনে এ বিষয়টি ভেবে দেখার পরামর্শ দেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক পরিমল কর্মকার বলেন, বাংলা রিপোর্টার্স গিল্ড নামের এই সাংবাদিক সংগঠন বিগত ২৩ বছর ধরে শারদ সম্মান প্রদান করা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক ও জনকল্যাণমুখী কাজে ব্রতী রয়েছে। তাই কে এলো আর কে এলো না — এনিয়ে তারা চিন্তিত নয়। যেসব পদাধিকারীরা নিয়মিত ভাবে আসেন না, পরবর্তী মিটিং গুলিতে তাদের আর গুরুত্ব না দিলেই হলো। এইসঙ্গেই ওই পদ গুলিতে “জয়েন্ট” শব্দ জুড়ে দিয়ে আর একজনকে দায়িত্ব দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
সংগঠনের সদস্য তথা সাংবাদিক বরুণ মণ্ডল ওয়ার্কিং সাংবাদিকদের জন্য বিশেষ সদস্যপদ দেওয়ার জন্য অভিমত ব্যক্ত করেন। সাংবাদিক অজয় পাল সংগঠনের বিভিন্ন জনমুখী কাজের প্রশংসা করেন। স্বপন নস্কর সংগঠণের নানা কাজে উৎসাহী ভূমিকা পালনের জন্য রিমা শিকদার ও সঞ্জয় চক্রবর্তীর ভুয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত: এদিন এই “মিষ্টিমুখ” অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন তরুণ দাস। তিনি তার দায়িত্ব পালনে সফল ভূমিকা পালন করেছেন বলে উপস্থিত সকলে তাদের মতামত পোষণ করেন। বাংলা রিপোর্টার্স গিল্ডের ব্যানারে একটি ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের জন্য তরুণ দাসকে একটি দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
উপরোক্ত সদস্যরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাংবাদিক জয় গুহ, অনির্বাণ দেব সরকার, প্রদীপ দেবনাথ, রাজেশ ঘোষ সহ আরও ৯ জন সদস্য।