গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ বিতরণ আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে
অয়ন বাংলা নিউজ,কোলকাতা: – শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে পশ্চিম বাংলার বিভিন্ন জেলার গরীব ও মেধাবী ছাত্রদের স্কলারশিপ বিতরণ করে।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-আমিন মিশনের ইন-চার্জ মহসিন আলি, আরতি নার্সিংহোমের ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার সাউ, জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের লাইভ মেম্বার কৃষ্ণেন্দু মন্ডল, স্বনামধন্য অ্যাডভোকেট মাসুদ করিম, আমানত ফাউন্ডেশন ট্রাস্টে পরামর্শদাতা খালিদ ফাজলুল্লাহ, চেয়ারম্যান মুহাম্মাদ শাহ্ আলম ও জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন ।
হাফেজ মৌলানা মুহাম্মাদ নজরুল ইসলামের পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় । খালিদ ফাজলুল্লাহ আর্থিক সাক্ষরতা এবং ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে আলোচনা করেন । মহসিন আলি জীবনের লক্ষ্য কিভাবে ঠিক করবে সে বিষয়ে কথা বলেন। মাসুদ করিম মানবিকতা নিয়ে কথা রাখেন । জালালউদ্দিন আহমেদ ৫ টি(স্বাস্থ্য, শিশু সুরক্ষা, পুষ্টি, শিক্ষা, ওয়াশ) থিমেটিক ম্যাসেজ নিয়ে বক্তব্য রাখেন । আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মাদ শাহ আলম সাহেব অনুষ্ঠানের গুরুত্ব ও লিডারশিপ নিয়ে কথা বলেন। বহু পড়ুয়াকে আমানত ফাউন্ডেশন স্কলারশিপ প্রদানের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে, আগামী দিনেও করবে। শিক্ষার উন্নয়নে দেশের সার্বিক উন্নয়ন আনতে পারে। তিনি বলেন, আমানত ফাউন্ডেশনের কথা পড়ুয়াদের মনে রাখতে হবে । আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক-সার্কাস ক্যাম্পাসে আয়োজিত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আরিফ নাসরুল্লাহ। বিভিন্ন জেলা থেকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্টসহ সাধারণ কোর্সের কৃতী ছাত্র-ছাত্রীদের বেশ কিছু স্কলারশিপ ও সার্টিফিকেট তুলে দেন উপস্থিত বিশিষ্টরা।