নিজের জমিতে আমন চাষ করছেন খোদ মন্ত্রী!
ওয়েব ডেস্ক:- জেলায় শুরু হয়েছে আমন ধানের চাষের কাজ। কৃষকদের সঙ্গে মাঠে দেখা গেল খোদ মন্ত্রীকে। পুরুলিয়ার পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সন্ধ্যারানি টুডুকে এ ভাবে দেখে বিস্মিত এলাকাবাসী। নিজের জমিতে নিজেই ধানের চারা (আফর) পুঁতলেন মন্ত্রী। সন্ধ্যা বলেন, ‘‘বর্ষার মরসুমে প্রথম দিকে তো একেবারেই ভাল বৃষ্টি হয়নি। শেষের দিকে ভারী বৃষ্টিটা হল। অনেক দিন পর গতকাল (রবিবার) এক বার জমি দেখতে গিয়েছিলাম। সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালই লাগে।’’
মন্ত্রীকে দেখে অনেকে চমকে গিয়েছেন। তবে মন্ত্রীর কথায়, ‘‘আগেও মাঝেমধ্যে মাঠে চাষ করতে যেতাম। এখনও সুযোগ পেলে সবার সঙ্গে চাষাবাদে নেমে পড়ি। এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে।’’ তাঁর সংযুক্তি, ‘‘কাজের চাপ থাকে। তাই খুব বেশি সময় পাই না।” তবে নিজেদের চাষের জমির পরিমাণ কতটুকু তা বলতে পারেননি মন্ত্রী। জানান, জমি সংক্রান্ত বিষয়ে তাঁর স্বামী কথা বলতে পারবেন।