ঋণ গ্রহীতার উপর বলপূর্বক অত্যাচার করা যাবেনা — নির্দেশ আর.বি.আইয়ের
পরিমল কর্মকার (কলকাতা) : বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন। কখনো সখনো হয়তো পরিস্থিতির চাপে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ঋণ পরিশোধ করতে পারেন না। তখনই ব্যাংকের পক্ষ থেকে ঋণ গ্রহীতার উপর বলপূর্বক অত্যাচার শুরু হয়। ২২ আগস্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এক ঐতিহাসিক নির্দেশে জানিয়েছে — কোনো ঋণগ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে অপারগ হয়, তবে ব্যাংক কতৃপক্ষ কোনোভাবেই জোর জবরদস্তি করতে পারবেনা।
প্রসঙ্গত: বহু ক্ষেত্রেই দেখা যায় — নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে বাড়িতে গুন্ডা পাঠিয়ে কিংবা ফোনে হুমকি দিয়ে ঋণ গ্রহীতাকে নানা ভয়-ভীতি দেখিয়ে হেনস্থা করা হয়। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ঋণ গ্রহীতার নামে আজে-বাজে ম্যাসেজ পোষ্ট করে তার সম্মানহানি ঘটানো হয়। এনিয়ে দীর্ঘদিন ধরেই RBI দপ্তরে বহু আভিযোগ আসছিল। এইসব অভিযোগের পরিপেক্ষিতে ২২ আগস্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংক কর্তৃপক্ষকে এক নির্দেশে জানিয়ে দিয়েছে, কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধে অসমর্থ হলে ঋণ গ্রহীতার উপর কোনো ভাবেই বল প্রয়োগ করা যাবেনা।