ওয়েবডেস্ক:- নরেন্দ্র মোদীর কলকাতা সফর ঘিরে যখন উত্তাল ,তখন বন্দরের নাম পাল্টিয়ে রাজনীতি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নামকরণ করা হল শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে৷ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই পোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট নামে পরিচিত হবে, কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান থেকে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷
গোটা দেশ আজ এন আর সি ,সিএএ,নিয়ে যখন উত্তাল তখন প্রধানমন্ত্রী কলকাতায় এসে নাম বদলের ঘোষণা দিলেন কলকাতা পোর্ট ট্রাস্ট বন্দর নাম পাল্টিয়ে শ্যামা প্রসাদ মুর্খাজির নামে করার।