আজ উত্তর ২৪ পরগনার ‘আপ’ কর্মীদের সংবর্ধনা দেওয়া হল জেলা কমিটির পক্ষ থেকে।
জয়নাল আবেদিন,বারাসাত :- লকডাউন চলাকালীন সমস্যা পড়েছিলেন বহু মানুষ কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছিল দিন আনা দিন খাওয়া মানুষদের। সরকারি সাহায্য পৌঁছাতে দেরি হয়েছিল অনেক জায়গাতে। ব্যাতিক্রম নয় উঃ ২৪ পরগনাও। কিন্তু জেলার ‘আপ’ কর্মীরা জনগণের সমস্যার কথা জানতে পেরেই পৌঁছে যান ত্রাণ নিয়ে। অনেক অর্থ সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে কর্মীদের তাও তারা পিছু হটেনি। যে সমস্ত কর্মীরা এই কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে থাকার সাধ্য মত চেষ্টা করেছেন তাদের আজ জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
‘আমফানে’ ক্ষতিগ্রস্থদের পাশে থাকারও চেষ্টা করেছেন তারা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আদর্শকে সামনে রেখে তারা এগিয়ে চলেছেন আর তারা আগামী দিনে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার সংকল্প নেন আজ। দিল্লিতে কিভাবে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ‘আপ’ সরকার তার মডেল সামনে রেখে বাংলায় কাজ প্রয়োজন ছিল তৃণমূল সরকারের। কিন্তু পঃ বঃ সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে বলে জানান ইব্রাহীম বাবু। করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে, আর তারা এই যুদ্ধে সরকারের সাথে সহযোগিতা করে চলতে চান।