কলকাতার নজরুল মঞ্চে কন্যাশ্রী দিবসে পুরষ্কৃত করা হলো মুর্শিদাবাদের 3 জন সাহসী কিশোরীকে

Spread the love

কলকাতার নজরুল মঞ্চে কন্যাশ্রী দিবসে পুরষ্কৃত করা হলো মুর্শিদাবাদের 3 জন সাহসী কিশোরীকে

রঙ্গিলা খাতুন, বহরমপুর আজ ১8ই আগস্ট কলকাতার নজরুল মঞ্চে কন্যাশ্রী দিবসে পুরষ্কৃত করা হলো মুর্শিদাবাদের 3 জন সাহসী কিশোরীকে। প্রথম জন , হরিহরপাড়া থানার অন্তর্গত পদ্মনাভপুর গ্রামের পারুলিয়া খাতুন। তার যখন দশম শ্রেণী তখন তার বাড়ি থেকে বিয়ে ঠিক করা হয় আর্থিক অনটনের কারণে কিন্তু সে রাজি না থাকায় স্বেচ্ছাসেবী সংস্থা সিনি ও ব্লক আধিকারিক দের সহায়তায় নিজের বাল্য বিবাহ প্রতিরোধ করে। এরপর সে ক্যারাটে প্রশিক্ষণ নেয়, বর্তমানে নিজে গ্রামের মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে থাকে। এভাবেই সে নিজে ও অন্যান্য মেয়েদের করে তুলছে আত্মবিশ্বাসী।
দ্বিতীয় জন হল রেজিনগরের টাকিপুর উত্তরপাড়ার মেয়ে হাসিনা খাতুন। সে নিজের বাল্য বিবাহ তো নিজেই বন্ধ করেছে এছাড়াও এখন অবধি 2জন এর বাল্যবিবাহ বন্ধ করেছে সিনি ও গ্রাম স্তরীয় শিশু সুরক্ষা কমিটি ( VLCPC) র সহযোগিতায় । কিশোরীদের যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করে এবং যাদের কম বয়সে বিয়ে হয়ে যায় তাদের অন্বেষা ক্লিনিক এ নিয়ে গিয়ে সময়মত সুপরামর্শ নেওয়ার সুযোগ করে দেয়।


তৃতীয় জন হল, নওদা থানার অন্তর্গত শব্দেরনগর এর উল্লাসপুর গ্রামের সহেলি মন্ডল। ঝাউবোনা হাইস্কুলের সহেলি এখনো অবধি 3 টের বেশি বাল্য বিবাহ প্রতিরোধ করেছে সিনি ও VLCPC র সহযোগিতায়।
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা সিনির এসিস্টেন্ট ডিরেক্টর শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয় বলেন ” আজ ভীষন গর্বের দিন, আমাদের মুর্শিদাবাদ থেকে 3 জন সাহসী কন্যাকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের জেলায় যেভাবে বাল্যবিবাহ বেড়ে চলেছে সেখানে এইসব কিশোরীদের উদ্যোগ আজ অনস্বীকার্য। এরসাথে বলবো আমাদের গ্রাম স্তরীয় শিশু সুরক্ষা যে কমিটি গুলো রয়েছে তাদের প্রত্যেক সদস্য যেন বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন ও বাল্য বিবাহ হলে যে আইনগত ভাবে কি শাস্তি হয় সেটাও প্রচার করতে হবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.